চীনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
বুধবার (১৭ মার্চ) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির প্রথম পর্বের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান। এ সময় বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
পরে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তারা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভায় অংশ নেন।
বিজ্ঞাপন
ওয়েবিনারে বাংলাদেশি রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনীতির লক্ষ্য ছিল শোষিত মানুষ। তিনি ছিলেন অনন্য উচ্চতার এক ক্যারিশম্যাটিক নেতা। এসময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনকে আরও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
ওএফ/এসএসএইচ