সংযুক্ত আরব আমিরাতে থেকে প্লেনের টিকিট কেটেও দেশে ফেরা হলো না চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ৫নং ওয়ার্ডের খুইল্ল্যা চৌধুরী বাড়ির আহমদ হোসেনের ছেলে মুহাম্মদ নুর হোসেনের। গত ১৩ মার্চ (শনিবার) সকাল ৯টার আমিরাতের আজমান শহরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

তার নিকটতম আত্মীয় ঢাকা পোস্টকে বলেন, নুর হোসেন খুবই নরম মনের মানুষ ছিলেন। জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন। তিনি সৎ ও নির্লোভী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সব সময় হাসি মুখে সবার সঙ্গে কথাবার্তা বলতেন। 

শরীরের অবস্থা ভাল না থাকায় দেশে যাওয়ার জন্য টিকিটও করেছিলেন। করোনা টেস্টে পজিটিভ আসে। তাই কোয়ারেন্টাইন শেষে গত মার্চ ১২ বাসায় ফেরেন। যে রাতে দেশে ফেরার কথা সে রাতেই কিছুটা অসুস্থ অনুভব করেন। সকাল থেকেই শ্বাসকষ্ট বেড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পঞ্চাশ বছর বয়সী নুর হোসেন দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ আজমান খলিফা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ওএফ