পর্তুগালে এক আফগান শরণার্থীর ছুরিকাঘাতে দুই পর্তুগিজ নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানী লিসবনের শিয়া সম্প্রদায়ের কেন্দ্রস্থল ইসমাইলী সেন্টারে এ ঘটনা ঘটে।

ওই হামলাকারী গত ২০২১ সাল থেকে তিন সন্তানসহ পর্তুগালে বসবাস করছেন। বর্তমানে তিনি পুলিশে হেফাজতে আছেন।

এই হামলার পরপরই পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেননা এ ধরনের হামলা পর্তুগালে বিরল। এ ঘটনায় পর্তুগিজ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং বিরোধী দলের নেতারা শোক প্রকাশ করেন। একই সঙ্গে জনগণকে শান্ত থাকার নির্দেশ দেন কেননা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন এটি পর্তুগিজ সমাজের জন্য হুমকি হবে না।

এ ঘটনাকে কেন্দ্র করে গঠনস্থলসহ পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্তুগিজ স্বরাষ্ট্রমন্ত্রী যোজে লুইস কারণেইরো বলেন, পর্তুগাল বিশ্বের মাঝে অন্যতম একটি শান্তিপ্রিয় দেশ। পুলিশ দ্রুত তদন্ত করে বিষয়টি সকলের কাছে স্পষ্ট করা হবে। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেন।

এ হামলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের নাগরিকরা। এ ঘটনায় বিশেষ করে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীদের মধ্যে একটি চরম অস্থিরতা বিরাজ করছে।

এমএ