চীনে যুব সমাজের আইকন লেই ফাংকে নিয়ে দেশটির মহান নেতা মাও সেতুং ও অন্যান্য বিপ্লবী নেতাদের শিলালিপি লেখার ৬০তম বার্ষিকীকে স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নির্দেশনা অনুযায়ী নতুন যুগে লেই ফেংয়ের চেতনা প্রচারে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

১৫ দিনব্যাপী প্রদর্শনীটি গত ২৫ মার্চ থেকে বেইজিংয়ে জাতীয় সংস্কৃতি প্রাসাদে শুরু হয়ে শেষ হয় ৮ এপ্রিল। চায়না রেড কালচার রিসার্চ অ্যাসোসিয়েশন, বেইজিং ভলান্টিয়ার সার্ভিস ডেভেলপমেন্ট রিসার্চ অ্যাসোসিয়েশন ও লেই ফাং ম্যাগাজিনসহ অন্যান্য সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করে।  

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চায়না রেড কালচার রিসার্চ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হু ছেং, সমসাময়িক চীনা লেখক ওয়াং হংচিয়া, লেই ফাং ম্যাগাজিনের পরিচালক ছিউ শুয়েপিং ও বাংলাদেশি শিক্ষার্থী পিএইচডি গবেষক মোহাম্মদ ছাইয়েদুল ইসলামসহ প্রমুখ।

প্রদর্শনীর বিষয়বস্তুর মধ্যে রয়েছে নতুন যুগে লেই ফাংয়ের চেতনা প্রচারের থিম প্রদর্শনী, লেই ফাংয়ের সংস্কৃতির বিশেষ সংগ্রহ প্রদর্শনী, ক্যালিগ্রাফি ও পেইন্টিং।

১৫ দিনব্যাপী প্রদর্শনীটিতে প্রায় ১০ হাজার মানুষ লেই ফাংয়ের গল্প শুনতে উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত চীনে অধ্যয়নরত শিক্ষার্থীরাও প্রদর্শনীতে এসেছিল লেই ফাং সম্পর্কে জানতে।

ওএফ