ইতালিতে পালেরমো বিএনপির সাধারণ সম্পাদকের উদ্যোগে ইফতার
ইতালির পালেরমো বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আকন্দ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। স্থানীয় ভিয়া রোমা জামে মসজিদে বুধবার এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনায় মাসুদ আকন্দ দলমত নির্বিশেষে সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালেরমো বিএনপির সভাপতি লিটন মল্লিক ,আওয়ামী লীগের সাবেক সভাপতি মোবারক দেওয়ান, সিনিয়র সহ সভাপতি জাহিদ আহমেদ রুবেল, বিএনপি নেতা হাসান নূর চৌধুরী প্রমুখ।
বিজ্ঞাপন
এছাড়া সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ কমিউনিটির অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন ভিয়া রোমা জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন।
এনএফ
বিজ্ঞাপন