পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের যাত্রা শুরু হয়েছে। পর্তুগালে ক্রিকেট ও খেলাধুলার সাথে যুক্ত সকল বাংলাদেশিদের একত্রিত করার জন্যই এ উদ্যোগ।

পর্তুগালের বসবাসরত তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে আবু সাঈদ ও মোহাম্মদ রাসেল আহমেদকে উপদেষ্টা ও আহ্বায়ক হিসেবে জাকির হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন যথাক্রমে তানভীর আলম জনি, আব্দুল ওয়াহেদ পারভেজ, কাজী সত্তার, লাভলু চৌধুরী, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রানা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন এমদাদুর রাহমান রায়হান, নোমান হোসাইন, রিয়াদ হোসাইন, শফি আহমেদ রনি, সাব্বির আহমেদ, জাহিদ হাসান, আল- আমিন, আকাশ, সুমন, রুবেল হাওলাদার, মামুন, জীবন, সাজ্জাদ হোসেন রবিন, শুভ্র দেব ও নাজমুল ইসলাম।

সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সাঈদ বলেন, প্রবাসী তরুণদের খেলাধুলার দিকে আকৃষ্ট করার জন্য সংগঠনটি কাজ করবে। তাছাড়া খেলাধুলা শরীর ও মনের জন্য উপকারী। প্রবাসে বাংলাদেশি তরুণদের মধ্যে এর মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে।

আহ্বায়ক জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক তানভীর আলম জনী ঢাকা পোস্টকে জানান, পর্তুগালে ক্রিকেট অনুরাগীদের একত্রিত করার জন্যই আমাদের এই প্লাটফর্ম। আগামী মাসে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ক্রিকেট ও খেলাধুলার সাথে যুক্ত সকলকে একত্রিত করার জন্যই আমাদের এই উদ্যোগ।

ওএফ