কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন কাতারে বসবাসরত কুমিল্লা জেলার সব উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত কুমিল্লা সমিতি কাতার-এর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসের মিটিং রুমে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে কাতার কুমিল্লা সমিতির একটি প্রতিনিধি দল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন। 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সোহাগ, সহ-সভাপতি মো. কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বাছির খান, আব্দুল হামিদ, নোমান ইউসুফ, সাংবাদিক কাজী মোহাম্মদ শামীমসহ আরও অনেকে।

এসময় রাষ্ট্রদূত বলেন, অবৈধ ভিসা কেনাবেচায় সংগঠন ভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া নতুন ভিসায় যারা কাতারে আসবেন তারা যেন, কোম্পানি ও তার কাজ যাচাই করে আসেন।

আনোয়ার হোসেন মামুন/এফকে