বইমেলায় প্রবাসী লেখক রাসেল আহম্মেদ-এর ভ্রমণ বিষয়ক প্রথম গ্রন্থ ‘ভ্রমি বিস্ময়’ প্রকাশিত হয়েছে। বইটিতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ ১৮টি দেশের ৫০টির বেশি শহরে ভ্রমণের অভিজ্ঞতার আলোকে ৩৬টি গল্প রয়েছে। 

পর্তুগাল প্রবাসী লেখক, সাংবাদিক ও সমাজকর্মী রাসেল আহম্মেদ বলেন, ভ্রমণ মানুষকে যেমন সমৃদ্ধ করে। সৃষ্টির বৈচিত্র্য ও অপার সৌন্দর্য উপভোগের মাধ্যমে মনের চোখ খুলে দেয়। 

তিনি জানান, মধ্যপ্রাচ্য ও ইউরোপ প্রবাসীদের নানা খুঁটিনাটি বিষয়, সুখ-দুঃখ, অর্জন, সমস্যা ও সম্ভাবনার কথা ফুটে উঠেছে বইটিতে। 

বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ১৬৮ পৃষ্ঠার বইটির মূল্য ৩৭০ টাকা। ৫ ইউরোতে ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে বইটি। সোমবার (২৯ মার্চ) থেকে বইমেলায় বাতিঘর প্রকাশনীর (৩৫৮-৩৬০) স্টলে পাওয়া যাবে ‘ভ্রমি বিস্ময়’। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম রকমারিসহ দেশের সব অভিজাত বই বিপণিতে ও পাওয়া যাবে। 

বইটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন লেখক। বিশেষ করে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, যার অনুপ্রেরণায় বইটি প্রকাশ করা হয়েছে। বইয়ের বানান রীতি ও ভাষা বিন্যাসে সহযোগিতা করেছেন নাসির আহমেদ ও মোহাম্মদ নূরুল ইসলাম। লেখক বইটি তার মা ও বাবাকে উৎসর্গ করেছেন।

এইচকে