শওকত হোসাইন

ইতালির রোম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসাইন আর নেই। রোববার (২৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সকাল ৬টা পঁচিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না ল্লিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। 

শওকত হোসাইনের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। মৃত্যুর আগে ইতালি থেকে তিনি লন্ডনে যান। সেখানে তার চিকিৎসা চলছিল। লন্ডনে তিনি পরিবারসহ বসবাস করছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালি আওয়ামী লীগ নেতা এম এ রব মিন্টু, জাসদের আন্তর্জাতিক সম্পাদক এড. আনিচুজ্জামান আনিচ, ছাত্রলীগ নেতা অনিক হাওলাদার, ইউসুফ আলী, স্বপন দাস প্রমুখ। 

এছাড়াও ইতালির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেএইচ/এইচকে