বিজয় দিবসের আলোচনা সভা

সংযুক্ত আরব আমিরাতে যুবলীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

গত ২৫ ডিসেম্বর ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরীর পরিচালনায় শারজাহ আল-হুদাইবিয়া হল রুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল। এতে প্রধান বক্তা ছিলেন আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি।

অনুষ্ঠানে আমিরাত আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও শারজার বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইসমাঈল গণি চৌধুরী, দুবাইয়ের বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, আমিরাত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাগীরদার, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন কাউছার, আমিরাত যুবলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন এবং আমিরাত যুবলীগের প্রত্যেক প্রাদেশিক কমিটি ও ইউনিট কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন/এসআরএস