দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এ আয়োজন করে।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিগণ তাদের শিশু-কিশোরসহ এবং কোরিয়ান নাগরিকগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।    

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেলসহ জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে এবং দেশ ও জাতির শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। 

অনুষ্ঠানে শেখ রাসেলের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে দূতাবাস শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রাষ্ট্রদূত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন।