বাংলাদেশ আওয়ামী লীগের কানাডা শাখার উদ্যোগে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় টরন্টোর ডেনফোর্থের রেড হর্ট রেস্টুরেন্টে কেক কেটে দিবস ও শেখ রাসেলের জন্মদিন পালিত হয়।

অনুষ্ঠানে অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায়, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়াউল আহসান চৌধুরী । 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামনে নির্বাচন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্বাচনে প্রবাসী নেতাকর্মীদের প্রত‍্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সংগঠনকে সম্প্রসারণ করতে হবে, ঐক‍্য বজায় রাখতে হবে। 

আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বচিত করতে সবাইকে একযোগে কানাডা থেকে কাজ করার প্রত‍্যয় ব‍্যাক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, অন্টারিও, কানাডার সহ-সভাপতি ও সাবেক ভিপি বাকসুর ফয়জুল করিম, আশ্রাফুল ইসলাম টিপু, মুশফাকুর রহমান আকন্দ, এ বি হামিদ, কানাডা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল‍্যাণ সম্পাদক ঝোটন তরফদার, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, নির্বাহী সদস‍্য মোহাম্মদ হাসান, আব্দুল মান্নান, মোরশেদ আহমেদ মুক্তা, রফিকুল আলম।

এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা সহ-সভাপতি ড. এ এম তোহা, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদ খান আশিকসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

এমএ