বইমেলায় পাওয়া যাচ্ছে প্রবাসী সাংবাদিক, লেখক ও আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক নাসরিন আক্তার মৌসুমী সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ ‘বায়ান্ন থেকে একাত্তরʼ। 

এ গ্রন্থে রয়েছে দেশে ও প্রবাসে থাকা ১০০ কবির একশটি কবিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে বইটি তাকে উৎসর্গ করা হয়েছে।  আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদের সমন্বয়ে আপ্রকপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি। সোহরাওয়ার্দী উদ্যানে ৩৩২/৩৩৩ নম্বর চৈতন্য স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

“বায়ান্ন থেকে একাত্তর” যৌথ কাব্যগ্রন্থে উঠে এসেছে বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবদানের কথা। কাব্যগ্রন্থ সম্পর্কে সম্পাদক নাসরিন আক্তার মৌসুমী বলেন, ‘শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসে বসে বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তারই ফল ‘বায়ান্ন থেকে একাত্তরʼ। মেলায় আসার আগেই বইটির প্রথম মুদ্রণের সব কপি প্রায় শেষ। 

তিনি বলেন, কাব্যগ্রন্থটি সাহিত্যপ্রেমীদের মনের খোরাক জোগাবে এবং পাঠকের অন্তরে স্থান করে নেবে বলে আমি আশাবাদী।

এইচকে