সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে এসেছেন অভিনেতা মাজনুন মিজান। এর মধ্যেই তিনি সিডনির স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। এবার তিনি পরিদর্শন করলেন সিডনির বাংলা স্কুল।

রোববার (২২ অক্টোবর) মাজনুন মিজান ক্যাম্বেলটাউন বাংলা স্কুল পরিদর্শনে আসেন। স্থানীয় সময় বেলা ১১টায় সপরিবারে তিনি পা রাখেন বাংলা স্কুলে। এসময় স্কুলের কার্যকরী কমিটির সদস্যরা এই শিল্পীকে অভ্যর্থনা জানান।

স্কুল কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাজনুন মিজান বাংলা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের বিশেষ মহড়া উপভোগ করেন ও স্কুলের কার্যক্রম সম্পর্কে জ্ঞাত হন।

কোমলমতি শিশুরা প্রবাসে বাংলা শিখছে, এ বিষয়ে অভিনেতাকে ভীষণ অভিভূত করে। এমন উদ্যোগকে বাঁচিয়ে রাখার জন্য তিনি স্কুলের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশের বাইরে সিডনিতেই প্রথমবারের মতো নাটক পরিচালনা করছেন মাজনুন মিজান। নাটকে সিডনিকে তুলে ধরছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছেন সিডনিতে বেড়ে ওঠা অভিনেত্রী রুপন্তী আকিদ।

এসএসএইচ