পর্যটকদের উৎসাহিত করতে দ.কোরিয়ায় ট্যাক্স রিফান্ডের সময় বাড়ছে
পর্যটন শিল্পকে বিকশিত করার উদ্যোগের অংশ হিসেবে বিদেশি পর্যটকদের তাৎক্ষণিক ট্যাক্স রিফান্ডের জন্য সময়সীমা বাড়ানোর কথা বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া সরকার।
সোমবার (৩০ অক্টোবর এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের সভায় যোগদানের পর পশ্চিম মরক্কোর মারাকেশ থেকে দেশে ফেরার আগে পরিকল্পনাটি তুলে ধরে দেশটির অর্থমন্ত্রী চু কিয়ং হো। পাশাপাশি নতুন নিয়মটি আগামী বছরে প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
বর্তমানে দক্ষিণ কোরিয়ার মনোনীত স্টোরগুলোতে ৩৭০ ডলার বা ৫ লাখ উয়ন পর্যন্ত ব্যক্তিগত অর্থ প্রদানের অন স্পট ট্যাক্স প্রদান করে এবং ট্যাক্স রিপোর্টের জন্য ক্রয়ের ওপর কোনো বিধি-নিষেধ নেই। বিদেশি পর্যটকেরা বৈধভাবে কোরিয়া ত্যাগের সময় লোট্টে ডিপার্টমেন্টাল স্টোরসহ সেখানকার প্রতিটি এলাকায় অবস্থিত নির্ধারিত স্টোরগুলো থেকে ভ্যাট বা ট্যাক্স রিফান্ড পেতে পারেনি। অথবা অনলাইনেও ফেরত পাওয়ার ওয়েবসাইট রয়েছে।
বিজ্ঞাপন
২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় পর্যটকদের সংখ্যা কয়েকগুণ কমে যাওয়ার পরে সর্বশেষ পরিকল্পনাটি এসেছে।
দেশটির অর্থ মন্ত্রণালয় বলেছে, হালনাগাদ নীতি দক্ষিণ কোরিয়াকে আরও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এবং অভ্যন্তরীণ খরচ বাড়াতে সাহায্য করবে।
এছাড়া, চীনের পাশাপাশি অন্যান্য দেশের পর্যটকদের আকৃষ্ট করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার।
কেএ