আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিপুল বিজয় দিতে প্রবাস থেকে সরব থাকার সংকল্প এবং মার্কিন মুল্লুকে মহল বিশেষের দেশবিরোধী প্রচারণা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে পেনসিলভেনিয়া স্টেট মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ সেপ্টেম্বর) ল্যান্সডেলের ইন্ডিয়ান গ্রীল রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ। প্রধান বক্তা ছিলেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খান।

সম্মেলনের উদ্বোধন করেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ রেজা জনি সিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির উপদেষ্টা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. কে বি এম হাদিউজ্জামান সেলিম।

সম্মেলনে আরও বক্তব্য দেন স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ সভাপতি আসাদুজ্জামান শামীম, উপদেষ্টা হারুন উর রশীদ এবং মিজানুর রহমান চৌধুরী, সম্মেলনের আহ্বায়ক আজমেরী জামান এবং সদস্য সচিব জাকিয়া সুলতানা।

সম্মেলন শেষে আজমেরী জামানকে আহ্বায়ক এবং জাকিয়া সুলতানাকে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

এসএসএইচ