কানাডার ক্যালগেরির কমিউনিটি ব্যক্তিত্ব সোহাগ হাসানের বাবা ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার পাটোয়ারী (৮৫) ইন্তেকাল করেছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশে চাঁদপুরে তার নিজ বাসভবন বিষ্ণুদী মাদ্রাসা রোডের ‘পলাশ ভবন’-এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

আজ বাদ আছর চাঁদপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তারের জানাজা অনুষ্ঠিত হবে। তার পরিবার মরহুমের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ সংবাদে ক্যালগেরি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এসএসএইচ