মালদ্বীপে বিল্ডিংয়ের বারান্দা ধসে পথচারী আহত
মালদ্বীপের মালে সিটিতে একটি বাড়ির ব্যালকনি ভেঙে পড়ে একজন পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মালে সিটির মাফান্নু জেলায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মালদ্বীপের জাতীয় দৈনিক ডেইলি সানের বরাত দিয়ে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টা ১৮ মিনিটে কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়। মুখপাত্রের মতে, এই ঘটনার ফলে মালদ্বীপের একজন পুরুষ আহত হন, যিনি রাস্তায় ছিলেন। বারান্দাটি সরাসরি পথচারীর গায়ের ওপর ধসে পড়ে।
রাজধানীর মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) আহত পথচারীর চিকিৎসা চলছে। এই মুহূর্তে তার আঘাতের পরিমাণ স্পষ্ট নয়। তবে ভাগ্যক্রমে আর কোনো মানুষের ক্ষতি না হলেও নিচে পার্কিংয়ে থাকা অনেকগুলো মোটরসাইকেলের ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
কেএ