দ. আফ্রিকায় করোনায় এক বাংলাদেশির মৃত্যু
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় মোহাম্মদ রতন (৪০) নামে এক বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় ১৪ এপ্রিল (বুধবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রিং শহরে মারা যান তিনি।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে।
বিজ্ঞাপন
দু’সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জোহানেসবার্গে দীর্ঘদিন ব্যবসা করে আসছিলেন তিনি।
বিশ্বে একদিনে আরও প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু
করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৩ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ ৪৫ হাজার।
বিজ্ঞাপন
এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ১৩ কোটি ৮৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২৯ লাখ ৮৫ হাজার। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিশ্বের প্রায় সব দেশেই বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।
এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৫ হাজার ৪৯৩ জন। এতে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৮৮ লাখ ২০ হাজার ১৬৬ জনে।
দেশে একদিনে রেকর্ড ৯৬ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদফতর বুধবার সর্বশেষ যে তথ্য দিয়েছে তাতে একদিনে ৯৬ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এছাড়া নতুন করে আরও ৫ হাজার ১৮৫ জনের এ ভাইরাসে শনাক্ত হওয়ার কথা বলা হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে।
এনএফ