স্পেনে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
স্পেনে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে মাদ্রিদে বসবাসরত মৌলভীবাজারের প্রবাসীদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আমিনুর রশিদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আলমের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক বকুল খান।
বিজ্ঞাপন
পরে সাধারণ সভায় সর্বসম্মতিতে আগামী ৩ মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আমিনুর রশিদ রাজুকে আহ্বায়ক ও বকুল খানকে সদস্য সচিব করে রমিজ উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক ও খায়রুজ্জামান জামান, আব্দুল মতিন, আব্দুল মোতালেব বাবুল, মনির উদ্দিন, কাউছার হোসেন টিপু, শিপার আহমদ, ইফতেখার আলম, আব্দুর রাজ্জাক, রাসেল আহমদ, আব্দুল হককে সদস্য করা হয়।
বিজ্ঞাপন
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক, সামছুল ইসলাম, রাজু আহমদ, মাওলানা আবুল কালাম শিবলু, মৃনাল কান্তি দে মিটু, কামরুল হাসানসহ অন্যান্যরা।
স্পেনে অবস্থিত মৌলভীবাজারের অধিবাসীদের সঙ্গে সম্পর্ক গড়ার প্রত্যয়ে এ প্রবাসীরা গড়ে তুলেছেন মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন। এ সংগঠন পৃথিবীর নানা দেশে বসবাসরত মৌলভীবাজারবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপন ও সম্প্রীতি বৃদ্ধির জন্য কাজ করবে বলে জানান তারা।
পিএইচ