কাতার প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিয়ে ব্যতিক্রমী এক কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাতারের স্থানীয় সময় সোমবার (১ এপ্রিল) দোহা ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে এ কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেল থেকে শুরু হওয়া এ কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩০ জন কাতার প্রবাসী শিশু-কিশোর ও তরুণ। এরকম কোরআন প্রতিযোগিতা অংশ নিতে পেরে খুশি শিশু-কিশোর, অভিভাবক, প্রতিযোগিতায় দায়িত্ব পালন করা বিচারকরাও।

সংগঠনের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা আকাশ ও সিনিয়র সদস্য কাজী মোহাম্মদ শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম।

ভিন্ন কিছু চিন্তা ধারা থেকেই কাতার প্রবাসী শিশুকিশোর ও তরুণদের নিয়ে এরকম কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে জানিয়েছে কাতার প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠনটি।

প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশুকি-শোর ও তরুণ প্রজন্মকে নিয়ে ব্যতিক্রমী এ কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করায় সাংবাদিক সংগঠনের প্রশংসা করেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

প্রবাসী সাংবাদিকদের আয়োজিত কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের অংশ গ্রহণে কানায় কানায় পরিপূর্ণ ছিল অনুষ্ঠানটি। ইফতারের আগমুহূর্তে দোয়া ও মোনাজাত করা হয়।

এসএসএইচ