ওমানে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা দিয়েছে লুলু এক্সচেঞ্জ। ওমানের রাজধানীর মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ওমান থেকে দেশে বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকারের কমার্সিয়াল ইম্পরট্যান্ট পারসন বা সিআইপি খেতাবপ্রাপ্ত ৩০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

লুলু এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার লাতিস বিচিত্রার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান দূতাবাসের কাউন্সিলর (লেবার উইং) মোহাম্মদ রাফিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হকসহ লুলু এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজু নায়ের, সামাজিক সংগঠনের নেতারা ও লুলু এক্সচেঞ্জের কর্মকর্তারা। আরও বক্তব্য দেন লুলু এক্সচেঞ্জের বাংলাদেশ বিজনেস প্রধান আহমাদ উল্লাহ।

লুলু এক্সচেঞ্জের এমন চমৎকার উদ্যোগের প্রশংসা করে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন আগত অতিথি, সিআইপি ও প্রবাসী বাংলাদেশিরা।

এসএসএইচ