বাহরাইনে বসবাসরত বিভিন্ন দেশের শ্রমজীবী প্রবাসীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উই কেয়ার বাহরাইন আয়োজন করে ঈদ উপহার প্রদান অনুষ্ঠান। এতে বিভন্ন দেশের  ছয়শ প্রবাসীর মধ্যে ঈদ উপহার তুলেন দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান ও বাহরাইন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারাল ড. ফারিয়াল খান।

আক্তারুজ্জামান সরকার ও নাজির আহমেদের যৌথ সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন ডিবিসি নিউজের বাহরাইন প্রতিনিধি নোমান ছিদ্দিকী। উই কেয়ারের সদস্য সাইফুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের পর সবার মাঝে ঈদ উপহার বক্স ও ইফতার পৌঁছে দেওয়া হয়।

উই কেয়ারের প্রতিষ্ঠাতা সবুজ মিলন ঢাকা পোস্টকে বলেন, প্রবাসীদের জন্য আমরা প্রতিনিয়ত মানবিক কাজ চালিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে পাকিস্তান ক্লাব, নেপাল ক্লাব, ইন্ডিয়ান ক্লাব ও বাংলাদেশি গণমাধ্যমকর্মীসহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

এসএসএইচ