পারস্য উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) বাহরাইনের মোহাররক শহরের বুসাইটিন ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

ঈদ জামায়াতে যেতে পারায় প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য সুখ-শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পিএইচ