ইতালিতে মানিকগঞ্জের কেউ বেকার থাকবে না
করোনাকালে ইতালিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন/ প্রতীকী ছবি- সংগৃহীত
মানিকগঞ্জের কোনো ব্যক্তি ইতালিতে বেকার থাকবে না। করোনা মহামারি পরিস্থিতিতে ইতালিতে মানিকগঞ্জের কেউ বেকার থাকলে তাকে কর্মসহায়তার ঘোষণা দিয়েছেন রোমের সুপরিচিত বাংলাদেশি ব্যবসায়ী মোজাম্মেল হোসেন মোল্লা।
মে দিবসে তিনি এ ঘোষণা দেন। মোজাম্মেল হোসেন বাংলাদেশ সমিতির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ সমিতির সদস্য। তিনি বলেন, এই করোনা মহামারিতে ইতালি প্রবাসী অনেক বাংলাদেশি কর্মহীন আছেন। তাদের অনেকেই খুব কষ্টে আছেন। আবার অনেক প্রতিষ্ঠানও কর্মী সংকটে আছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মানিকগঞ্জের যেসব সন্তান ইতালিতে কর্মহীন আছেন তাদের কর্মসহায়তা দিতে চাই। সংগঠনের একটু সহযোগিতায় যদি কর্মী ও প্রতিষ্ঠান উভয়েরই সহায়তা হয় সেটা ভালো।
বিজ্ঞাপন
ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ইতালি প্রবাসী হক মোজাম্মেল বলেন, বিশ্ব শ্রমিক দিবসে মহৎ উদ্যোগ নেওয়ার জন্য মানিকগঞ্জ জেলা সমিতির সম্মানিত সদস্য ও বাংলাদেশ সমিতির (রোম, ইতালি) যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লাকে আন্তরিক ধন্যবাদ।
আরেক প্রবাসী মুন্নু মিয়া বলেন, খুবই মহৎ প্রচেষ্টা। এমন মনোভাব প্রতিটি মানুষের থাকা উচিত। শুভ কামনা রইল প্রাণের মানিকগঞ্জ সমিতির প্রতিটি সদস্যের প্রতি।
এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ পুলিশে কর্মরত অফিসার এডিশনাল এসপি আনোয়ার মাসুম এ প্রচেষ্টাকে ভালো উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।
এইচকে