মো. আব্দুল বাছিত

করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মাওলানা মো. আব্দুল বাছিত (৫১) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাউজিন)। স্থানীয় সময় রোববার (২ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।  

তিনি ছিলেন ইসলামিক সেন্টার অব ওয়ারেনের খতিব। ওই ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে। এছাড়া কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটির লোকদের মাঝে শোকে ছায়া নেমে এসেছে।

স্বজনরা বলেছেন, তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। পরিবারের সবাইকে নিয়ে ওয়ারেন সিটিতে বসবাস করছিলেন। 

মাওলানা বাছিত নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামে। তিনি সিলেট আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন।

ওএফ