মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২৩ জন মারা গেছেন। দেশটিতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। এ নিয়ে মালয়েশিয়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৭৪ জনে দাঁড়াল। 

মঙ্গলবার (৪ মে) দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিভাগ জানায়, এ সময় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২০ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪ লাখ ২০ হাজার ৬৩২ জন। 

সম্প্রতি করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটায় মালয়েশিয়ার সিলানগরের ছয় জেলায় নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) কার্যকর করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ মে) থেকে কার্যকর হবে এমসিও।  

জেষ্ঠ্য সুরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব জানান, হুলু লাঙ্গাত, পেটালিং, গোম্বাক, ক্লং, কুয়ালা লঙ্গাত, উলু সেলেঙ্গায় এমসিও কার্যকর করা হবে। 

এর আগে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেছিলেন, এখন থেকে নিষেধাজ্ঞাগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট এলাকায় প্রয়োগ করা হবে।

এইচকে