করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেওয়া কোনো ব্যক্তি ১০০ জনের কম লোক রয়েছে এমন সমাবেশে মাস্ক ছাড়াই যেতে পারবে। মঙ্গলবার (৪ মে) সন্ধ্যায় মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এ সংক্রান্ত ঘোষণা দেয়।

এ ঘোষণা বৃহস্পতিবার (৬ মে) থেকে কার্যকর হবে। চলবে ৩১ মে পর্যন্ত। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আউটডোর মাস্ক-পরিধানের জন্য নির্দেশনা শিথিল করার পর এ ঘোষণা আসে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ নীতির কারণে টিকা গ্রহণকারী ব্যক্তিরা সব থেকে বেশি উপকৃত হবেন।

রাষ্ট্রীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক এলিজাবেথ হার্টেল বলেন, কার্যকর কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের কারণে আমরা সহজেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারছি। তার মনে, পুরো রাজ্যের নাগরিকদের যদি করোনা ভ্যাকসিনের আওতায় আনা যায় তাহলে অনেক বিধিনিষেধই আমাদের আর মানতে হবে না।

এসকেডি