মিশিগানে টিকা গ্রহণকারীদের মাস্ক ব্যবহারে শিথিলতা
করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেওয়া কোনো ব্যক্তি ১০০ জনের কম লোক রয়েছে এমন সমাবেশে মাস্ক ছাড়াই যেতে পারবে। মঙ্গলবার (৪ মে) সন্ধ্যায় মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এ সংক্রান্ত ঘোষণা দেয়।
এ ঘোষণা বৃহস্পতিবার (৬ মে) থেকে কার্যকর হবে। চলবে ৩১ মে পর্যন্ত। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আউটডোর মাস্ক-পরিধানের জন্য নির্দেশনা শিথিল করার পর এ ঘোষণা আসে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ নীতির কারণে টিকা গ্রহণকারী ব্যক্তিরা সব থেকে বেশি উপকৃত হবেন।
রাষ্ট্রীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক এলিজাবেথ হার্টেল বলেন, কার্যকর কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের কারণে আমরা সহজেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারছি। তার মনে, পুরো রাজ্যের নাগরিকদের যদি করোনা ভ্যাকসিনের আওতায় আনা যায় তাহলে অনেক বিধিনিষেধই আমাদের আর মানতে হবে না।
বিজ্ঞাপন
এসকেডি