মিশিগানে বাস ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেফতার
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে মিনিবাস ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ মে) সকাল ৭টা ৪০ মিনিটে ট্রাভার্স সিটি থেকে প্রায় ১৫ মাইল দক্ষিণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বে এরিয়া ট্রান্সপোর্টেশন অথরিটির (বাটা) বাসটি কিংসলে গ্রামের নর্থল্যান্ড ফুডসের (মুদি দোকান) পার্কিং লটে ছিল। বাসের চালক তার আসনে বসা ছিলেন। ঘটনার সময় লুজারনে নামে এক যুবক বাসে উঠে চালককে আঘাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। চালক বিষয়টি পুলিশকে জানিয়ে বাস থেকে নেমে যান।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বাসটি ছিনতাইয়ের পর লুজারনে এম-১১৩ হাইওয়েতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি গাড়ি বাসটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ২৯ বছর বয়সী ম্যানটন শহরের এক নারী সামান্য আহত হয়েছেন।
রাজ্য পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না। সন্দেহভাজন ছিনতাইকারী পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
এসকেডি