জাস্টিন ট্রুডো

করোনা মহামারির সময়ে কানাডা সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত উদ্যোগ ও কানাডিয়ানদের প্রতি তার সহযোগিতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাদৃদ হয়েছে।

নতুন বছরের প্রাক্কালে ট্রুডো কানাডিয়ানদের শুভেচ্ছা জানিয়ে তার ভেরিফাইড ফেসবুক ও টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, সোফি ও আমি নববর্ষ উপলক্ষে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘গেল বছর আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। বৈশ্বিক মহামারির তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যা আমাদের স্বাস্থ্য, অর্থনীতি ও জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে।’

তিনি বর্ণবাদের শিকার কানাডিয়ান ও আদিবাসীদের ন্যায়বিচারের কথা উল্লেখ করে বলেন- বর্ণবাদ, বৈষম্য ও অন্যায় নিরসনে আমরা এখন থেকেই কাজ করে যাব। আন্তর্জাতিক জলবায়ু থেকে শুরু করে অন্যান্য বিষয়েও আমাদের কাজ চলবে।

ট্রুডো আরো বলেন- করোনার সময়ে মানসিক, শারীরিক ও আর্থিক সঙ্কট কাটাতে একসাথে কাজ করেছি ও আগামীতেও করব। যা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।

জাস্টিন বিবৃতে বলেন- ব্যবসায়ী, উদ্যোক্তা ও শ্রমিকরা করোনার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্যা সমাধানের পথ দেখিয়েছে। আমরাও প্রতি ক্ষেত্রে পদক্ষেপে নিয়েছি। ২০২১ সালেও করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ইতোমধ্যে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিনের ডোজ গ্রহণ শুরু হয়েছে। সব নাগরিকদের যত দ্রুত সম্ভব টিকাদান কার্যক্রম শেষে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করব।

২০২১ সালে আমরা আরও সমৃদ্ধ ও শক্তিশালী কানাডা গড়ে তুলব।

উল্লেখ্য, কানাডার প্রধান চারটি প্রদেশসহ অন্যান্য প্রদেশেও কানাডিয়ানদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। শুধু ভ্যাকসিন নয় কানাডিয়ানদের মানসিক ও অর্থনৈতিক অবস্থাকে সচল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছে।

ওএফ