১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আগামী ১০ দিন হাইকমিশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনের একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ১ থেকে ১০ জানুয়ারি হাইকমিশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে হাইকমিশন ও আম্পাংয়ের ভিসা সেন্টারও বন্ধ থাকবে।
তবে হাইকমিশন খোলার পর আবার সেবা চালু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এই সময়ের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট (সাক্ষাতের সময়) দেওয়া হয়েছে তাদের হাইকমিশন খোলার পর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না বলেও সেখানে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে জানাবে হাইকমিশন।
তবে ২-৩ জানুয়ারি থেকে জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে বলে জানায় হাইকমিশন।
এনআই/এফআর