গত ৬ মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সিটি করপোরেশন এবং বারো নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে জনগণ মেয়র পদ্ধতির পক্ষে তাদের রায় প্রদান করেছে।

এতে মোট ভোট দিয়েছেন শতকরা ৪১.৮৯ ভাগ মানুষ। মেয়র পদ্ধতির পক্ষে মোট ভোট পড়েছে ৬৩ হাজার ২৯টি এবং মেয়র পদ্ধতির বিপক্ষে ভোট পড়েছে ১৭ হাজার ৯৫১টি।

‘নির্বাচিত মেয়র জনগণের কাছে শক্তি’ স্লোগানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র লুৎফুর রহমানের সমর্থনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে কমিউনিটির দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মেয়র পদ্ধতির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে পরপর দুইবার নির্বাচিত বাংলাদেশি নির্বাহী মেয়র লুৎফুর রহমান এই ক্যাম্পেইনের গুরুত্ব নিয়ে বলেন, মেয়র পদ্ধতিতে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে তাদের মেয়র নির্বাচন করে এবং জনগণের হাতেই কর্তৃত্ব থাকে। নির্বাচিত মেয়র জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বাধ্য থাকেন। কারণ তিনি জানেন, তিনি যদি জনগণের প্রত্যাশা পূরণ না করেন তাহলে জনগণ তাকে ছুঁড়ে ফেলবে‌। আর কমিউনিটির মাঝে গিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। সুতরাং লন্ডনের নির্বাহী মেয়র যেমন নির্বাহী কর্তৃত্ব নিয়ে লন্ডনের উন্নয়ন এবং ব্যবস্থাপনায় সরকারের সঙ্গে পুরো কর্তৃত্ব নিয়ে কাজ করতে পারেন, ঠিক তেমনি টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র পদ্ধতি তার নির্বাহী কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং আমলাতন্ত্র অথবা যেকোনো ধরনের গ্রুপ পলিটিক্সের কবল থেকে টাওয়ার হামলেটসকে রক্ষা করতে পারে। অতীতে এটা প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতেও এই মেয়র পদ্ধতি কমিউনিটির উন্নয়ন এবং শিক্ষা, সংস্কৃতি, ভাষা, শিশু ও বৃদ্ধদের কল্যাণসহ সব ক্ষেত্রে কমিউনিটিকে জোরদার করবে।

বর্তমানে মেয়র থাকলেও আগামী বছর আবারও মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। টাওয়ার হ্যামলেটসে জনপ্রিয় দুইবারের নির্বাচিত মেয়র লুৎফুর রহমান আবারও লড়বেন মেয়র পদে।

এসএসএইচ