তাল তরঙ্গের ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী শেফালি সারগামের ‘রজনী তুই হোসনারে প্রভাত’ গান প্রকাশ হয়েছে। 

বাউল আবেদ আলী সরকারের কথা ও সুরে এ গানটিতে ঢোল বাজিয়েছেন মোবারক হোসেন, বাঁশিতে হৃদয়, দোতরায় অরূপ কুমার শীল ও হারমোনিয়ামে ছিলেন আলম। জনপ্রিয় এ শিল্পী এছাড়াও নিয়ে আসছেন একাধিক গান। 

গানটি নিয়ে ক্লোজআপ ওয়ান শিল্পী শেফালি সারগাম বলেন, ‘প্রকাশের পর থেকে শ্রোতাদের কাছ থেকে গানটির বেশ ভালো সাড়া পাচ্ছি। যারা গানটি এখনও শোনেননি, তারা শুনবেন। আশা করি ভালো লাগবে। দরদ দিয়ে গানটি গেয়েছি।’

শেফালি জানান, এরইমধ্যে আরও দুটি গানের ভিডিওর কাজ শেষ করেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলসহ শিগগিরই অন্য আরেকটি ইউটিউব চ্যানেল থেকে গান দুটি প্রকাশ করা হবে। শ্রোতাদের চমক দিতে ঈদে আসবে ‘উড়াও তোমার মনের পাখী’। গানটির গীতিকার এ কে এম মিজানুর রহমান, সুর করেছেন সালেহ বিশ্বাস। 

এছাড়াও রয়েছে আরেকটি ডুয়েট গান ‘মিষ্টি মিষ্টি হাস তুমি আরে আরে চাও’। গানটি বাংলা মিউজিক ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। ডুয়েটে শেফালির সঙ্গে গাইবেন পলাশ লোহ। 

গান প্রসঙ্গে শেফালি বলেন, আমি একের পর এক ভালো কাজ করতে চাই এবং আমার শ্রোতাদের ভালো গান উপহার দিতে সবসময় কাজ করে যাব, যদি তারা আমার পাশে থাকে। তিনি আশা করেন আসন্ন প্রতিটি গানই শ্রোতাদের ভালো লাগবে।

ওএফ/জেডএস