ঈদে নতুন সাজে সেজেছে আমিরাত

আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। এ উপলক্ষে বাণিজ্যিক রাজধানী দুবাইসহ বিভিন্ন স্থান সেজেছে বর্ণিল সাজে।

মঙ্গলবার (১১ মে) রাতে বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ঈদকে স্বাগত জানাতে গুরুত্বপূর্ণ রাস্তা, শপিংমল, ব্রিজসহ আরও অনেক স্থাপনা নতুনভাবে সাজানো হয়েছে।

শুধু এবারই নয় প্রতিবারই ঈদ উপলক্ষে আমিরাতের প্রধান সড়কগুলো নানা রঙের পতাকা দিয়ে আরবি এবং ইংরেজিতে ঈদ মোবারক লিখে সাজানো হয়।

এদিকে মহামারি করোনার কারণে গত বছর ঈদের জামায়াত না হলেও এবার সংযুক্ত আরব আমিরাতের মসজিদে ঈদের জামায়াতের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে করোনার প্রতিরোধে ১৫ মিনিটের মধ্যে ঈদ জামাত শেষ করতে হবে।

আমিরাত জুড়ে ঈদ জামাতের সময় (স্থানীয়)

আবুধাবি : ভোর ৫টা ৫৭, আল-আইন : ভোর ৫টা ৫১, মাদিনাত যায়েদ : ভোর ৬টা ১, দুবাই : ভোর ৫টা ৫২ (এএম), হাত্তা : ভোর ৫টা ৪৯, শারজাহ : ভোর ৫টা ৫১, রাস-আল খাইমা : ভোর ৫টা ৪৮, ফুজিরা : ভোর ৫টা ৪৮, উম্মে আল কুইন : ভোর ৫টা ৫০ ও আজমান : ভোর ৫টা ৫১।

করোনার সংক্রমণ প্রতিরোধে আমিরাতে জনসমাগম নিষিদ্ধ রয়েছে। ঈদকে কেন্দ্র করে জনসমাগম সৃষ্টি করলে ১০ হাজার দিরহাম জরিমানা করা হবে। জনসমাগমের আয়োজককে ১০ হাজার দিরহাম জরিমানার পাশাপাশি  অতিথিদের পাঁচ হাজার দিরহাম জরিমানা করা হবে। জনসমাগম দেখলে প্রশাসন কল সেন্টারে (৮০০২৬২৬) জানাতে অনুরোধ করেছে।

আরএইচ