মাদ্রিদ দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

স্পেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

সোমবার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস অফিসে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন দূতাবাসের বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম। মত বিনিময়কালে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য কবির আল মাহমুদ, সাইফুল আমিন ও আবিদ আহমেদ চৌধুরী। 

এ সময় তারা রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদকে স্পেন বাংলা প্রেসক্লাবের কার্যক্রম সম্বন্ধে অবহিত করেন। গত বছরের ১৯ জুন করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া ২৭৩ জন প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে স্পেনে ফেরত আনে স্পেন বাংলা প্রেসক্লাব। সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত। 

স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

প্রেসক্লাবের নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়েও আলোচনা করেন। দূতাবাসের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তি, স্পেনে স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বার্সেলোনায় স্থায়ী কন্সুলেট অফিসের ব্যবস্থা করাসহ নানা বিষয়ে দূতাবাসকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান প্রেসক্লাবের সদস্যরা।  

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে খুবই আন্তরিক। দূতাবাস প্রবাসীদের সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাবে। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রেখে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় দূতাবাসের বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সুসম্পর্কের কারণে রফতানিখাতে স্পেনে বাংলাদেশের লক্ষ্যমাত্রা বিগত কয়েক বছর ধরে অর্জিত হচ্ছে বলে সাংবাদিকদের অবহিত করেন। প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করার জন্য স্পেন প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধকরণে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

এইচকে