৬ জানুয়ারি থেকে কুয়ালামপুরের আম্পাংয়ে ফের পাসপোর্ট ডেলিভারি
কুয়ালামপুরে বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়ার কুয়ালামপুরে আম্পাংস্থ পাসপোর্ট সেবাকেন্দ্রে ৬ জানুয়ারি থেকে পুনরায় পাসপোর্ট ডেলিভারি শুরু হবে। রোববার (৩ জানুয়ারি) সচিব ও দূতাবাস প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ০৬ জানুয়ারি বা তারপরের সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তা বহাল থাকবে।
বিজ্ঞাপন
এছাড়া আগামী ৯-১০ জানুয়ারি ক্যামেরন হাইল্যান্ড ও মুয়ারে পাসপোর্ট বিতরণ যথারীতি চলবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে এই লিংকে ক্লিক করে।
উল্লেখ্য, কুয়ালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কয়েকজন কর্মচারি করোনা আক্রান্ত হওয়ায় পাসপোর্ট সেবা সাময়িকভাবে বন্ধ ছিল। আক্রান্তদের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মূল হাইকমিশন এবং আম্পাংস্থ পাসপোর্ট সেবাকেন্দ্র জীবানুমুক্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
হাইকমিশনে এবং পাসপোর্ট সেবাকেন্দ্র আসা সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছে দূতাবাস।
এইচকে