রাষ্ট্রদূত আবিদা ইসলাম

সিউলের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে স্মার্ট ফার্মিং প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা এবং কোরিয়ান সময় সন্ধ্যা ৬টায় এ ওয়েবিনারের আয়োজন করা হয়। 

রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল জলিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটটের পরিচালক ড. মো. খলিলুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম জাকির হোসেন প্রমুখ।

দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ওয়েবিনারে স্মার্ট ফার্মিং সংশ্লিষ্ট চারটি ক্ষেত্রে তাদের উপস্থাপনা প্রদান  করেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ- এই তিন খাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কোরিয়া কীভাবে এগিয়ে যাচ্ছে, সে বিষয়গুলো উপস্থাপকরা বিশদভাবে তুলে ধরেন। উন্নততর প্রযুক্তির সফল ও বাস্তব প্রয়োগ বাংলাদেশে কীভাবে করা যায়, সেসব বিষয়ে আলোচকরা মতামত প্রদান করেন। 

একইসঙ্গে স্মার্ট ফার্মিং-এর ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থান, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ সম্পর্কে তারা আলোকপাত করেন। এই উন্নত প্রযুক্তিভিত্তিক জ্ঞান কাজে লাগিয়ে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন নতুন উদ্যোক্তা গড়ে তোলা সম্ভব হবে বলে এই ওয়েবিনারে আশা প্রকাশ করেন আলোচকরা।

আরএইচ