বিশ্বকাপ বাছাইয়ে জামালরা ভালো খেলবে, প্রত্যাশা প্রবাসীদের
কাতার বিশ্বকাপের বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলতে শুক্রবার (২৮ মে) বিকেলে দোহা পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ খবরে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। জামাল ভূঁইয়ারা ভালো খেলবে এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
কাতার বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ খেলতে শুক্রবার বিকেলে দোহা পৌঁছান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। জামাল ভূঁইয়াদের কাতার আসার খবরে আনন্দ ছড়িয়ে পড়ে কাতার প্রবাসী বাংলাদেশিদের মাঝে। এ নিয়ে তাদের নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। তারা আশা করছেন, বাংলাদেশ দল ভালো খেলা উপহার দেবে।
বিজ্ঞাপন
আল দোহেল স্পোর্টস ক্লাব আব্দুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
ম্যাচগুলো স্টেডিয়ামে বসে দর্শকরা দেখতে পারবে কি না, এখনও সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি কাতার সরকার। যদিও বিদেশের মাটিতে লাল-সবুজের জার্সির খেলা দেখতে মুখিয়ে আছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।
এসএসএইচ