অবৈধ অভিবাসীদের গ্রেফতারে লকডাউন চলাকালেও অভিযান পরিচালনা (ক্র্যাকডাউন) করছে মালয়েশিয়া। মহামারি চলাকালে এ রকম অভিযান অভিবাসীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে বলে মনে করছে জাতিসংঘ।  

শুক্রবার (৪ জুন) মালয়েশিয়ান ওয়াভ নিউজকে দেওয়া এক বিবৃতিতে দেশটিতে অবস্থিত জাতিসংঘ কার্যালয় জানায়, চলমান করোনা মহামারির মধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে। যা জনস্বাস্থ্যকে সরাসরি উপেক্ষা করার সামিল। যদিও এ ক্র্যাকডাউকে টিকাদান কার্যক্রমের সহায়ক হবে বলে আখ্যায়িত করেছেন দেশটির মন্ত্রীরা। 

বিবৃতিতে জাতিসংঘ জানায়, অবৈধ অভিবাসীদের গ্রেফতার কিংবা নির্বাসন থেকে সাময়িক ছাড় দিতে সরকারের সঙ্গে আলোচনা করছে জাতিসংঘ মালয়েশিয়া কার্যালয়। মহামারির শুরু থেকেই জাতিসংঘ দেশটিতে অবস্থান করা অভিবাসী, শরণার্থী অবৈধ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে। বর্তমান পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে জাতিসংঘ।

সংস্থাটি বলছে, করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র উপায় গণটিকা। কারণ যত বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা যাবে ততই করোনার ঝুঁকি কমবে। একই সঙ্গে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।  

এর আগে গত শুক্রবার গণমাধ্যমকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন বলেছিলেন, টিকা তাদেরই দেওয়া হবে যাদের বৈধ কাগজপত্র রয়েছে। এর বাইরে কেউ করোনা টিকা পাবে না। যদিও তার এ বক্তব্যের সমালোচনা করেছেন অনেক অভিবাসী অধিকার কর্মী।

এসকেডি