কুয়েতে বিদেশ ভ্রমণে প্রবাসীদের লাগবে নিয়োগকর্তার অনুমতি
কুয়েতে প্রাইভেট সেক্টরে কর্মরত প্রবাসী কর্মীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন শর্ত জারি করেছে দেশটির সরকার। ১ জুলাই থেকে ভ্রমণের আগে কর্মীদের নিয়োগকর্তার অনুমিতিপত্র বা ‘এক্সিট পারমিট’ বাধ্যতামূলক হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম আল রাই ও কুয়েত টাইমসসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
কুয়েতের জনশক্তি মন্ত্রণালয় এই নতুন আইন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তার পূর্বানুমতি ছাড়া কোনো কর্মী কুয়েতের বাইরে ভ্রমণ করতে পারবেন না।
নিয়োগকর্তার অজান্তে ভ্রমণ কমানো, অনুমতিপত্র ছাড়া অবৈধভাবে দেশত্যাগ রোধ এবং নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষায় ভারসাম্য আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নতুন এই সেবা নেওয়ার জন্য প্রবাসীদের কুয়েত সরকারের ‘সাহেল’ অ্যাপ বা জনশক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রে ভ্রমণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর অনুমোদিত হলে ‘এক্সিট পারমিট’ ইলেকট্রনিকভাবে প্রদান করা হবে।
প্রবাসীদের ভ্রমণ নিয়ন্ত্রণে নতুন এই পদক্ষেপ কুয়েতের অভিবাসন ও শ্রম আইনের কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে দেশটির সরকার।
সাদেক রিপন/এআইএস