যুক্তরাষ্ট্রের মায়ামিতে মঙ্গলবার (৫ আগস্ট) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

এদিন কনসাল জেনারেল সেহেলী সাবরীন কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জুলাই গণ-অভ্যুত্থান  দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করা হয়। 

অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত ভিডিও তথ্যচিত্র ও গ্রাফিতি প্রদর্শিত হয়। এসময় কনসাল জেনারেল তার স্বাগত বক্তৃতায় জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত সমৃদ্ধ সুন্দর বাংলাদেশে গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এনআই/এমএ