জার্মানির মিউনিখে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন
জার্মানির বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জার্মান বিএনপি নেতা ও দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজুওয়ান ইসলাম রাজু এবং পরিচালনা করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিউদ্দিন আল ফাতেহ ও পরে জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ এবং বিগত বছরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিএনপি নেতা মো. মোতাহার হোসেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন নিজাম জুলাই বিপ্লবসহ সরকারবিরোধী সব আন্দোলনে মিউনিখ প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেন।
জার্মান বিএনপি নেতা মো. সাব্বির আহমেদ তার বক্তব্যে বলেন, প্রবাসী ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রবাসীরা যেন বিএনপিকে ভোট দেয় সেই লক্ষ্যে প্রচারণা চালাতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হোসাইন মোহাম্মাদ বাদল, এইচ এম মুকুল, আরিফ আহেমদ সোহাগ, সাখাওয়াত হোসেন শাকিল, তানভীর আহমেদ রিজভি, মো. কামরুল ইসলাম শামিমসহ অন্য নেতারা।
এসএসএইচ