মিউনিখে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
বিপুল উৎসাহে জার্মানির মিউনিখে দেশটিতে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরের পর মিউনিখ শহরের একটি মিলনায়তনে জার্মানির বিভিন্ন শহরে বসবাসরত ও অধ্যয়নরত প্রবাসী শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের অনুষ্ঠানে স্বাগত জানানোর মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
বিজ্ঞাপন
এসময় স্বাগত বক্তব্য দেন সংগঠনের বর্তমান কার্যকরী সভাপতি মামুন রশীদ, আয়োজক কমিটির সভাপতি মো. মাহাদী হাসান এবং আগের বছরের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি গোলাম হাফিজ খান।
শুরুতে আয়োজকদের নানা কর্মকাণ্ড নিয়ে বক্তব্যের একপর্যায়ে স্মৃতিচারণের মাধ্যমে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ে কাটানো তাদের সোনালী সে অতীত ফিরে পেতে চাওয়ার ব্যাকুলতার পাশাপাশি উঠে আসে নানা চমকপ্রদ ঘটনার বর্ণনা, যা হাসি-কান্নার রোল বইয়ে দেয় অংশগ্রহণকারী সবার মধ্যে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ পর্বের পর ড. নিধু লাল বণিক শাবিপ্রবি অ্যালামনাই সমিতির জন্য প্রস্তুত করা নতুন ওয়েবসাইট এবং গঠনতন্ত্র উপস্থাপন করেন। এ উপলক্ষ্যে তিনি দুটি প্রকল্প পরিকল্পনার মাধ্যমে শাবিপ্রবি অ্যালামনাইদের সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর সংক্ষিপ্ত চা বিরতির পর অনুষ্ঠান পুনরায় শুরু হয়।
শুরুতেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডভাইজরি ও এক্সিকিউটিভ কমিটির ঘোষণা দেন ড. নিধু লাল বণিক। ১১ সদস্যের উপদেষ্টা কমিটিতে নবীনদের পাশাপাশি আছেন প্রবীণরাও। আর এক্সিকিউটিভ কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটে পরবর্তী দুই বছরের জন্য নাদেরা সুলতানা তানি প্রেসিডেন্ট ও আঞ্জুমান আরা শাম্মি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নতুন কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বরণ করে নেন পুরোনো কমিটির সদস্যরা। এর পরপরই শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গেমস। এতে বড়দের পাশাপাশি অংশগ্রহণ করে শাবিপ্রবি অ্যালামনাইদের শিশু সন্তানেরা। খেলাধুলা পর্ব শেষে ছিল পুরস্কারের ব্যবস্থা।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ছিল বিশেষ আয়োজন। সেখানে গান পরিবেশ করেন প্রবাসী শিল্পীরা। আয়োজকরা জানান, পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ২০২৭ সালে জার্মানির এসেন শহরে।
এসএসএইচ