মার্কিন কংগ্রেসে হামলা গণতন্ত্রের উপর আক্রমণ: ট্রুডো
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে (পার্লামেন্ট) কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ট্রুডো টুইট বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলাকে ‘গণতন্ত্রের উপর আক্রমণ’ বলে উল্লেখ করেন। এই ঘটনায় কানাডিয়ানরা গভীরভাবে দুঃখ পেয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, সহিংসতা কখনোই মানুষের ইচ্ছাকে ছাড়িয়ে যেতে সফল হবে না। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র অবশ্যই বহাল থাকবে।
এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কোইস ফিলিপ চ্যাম্পাগেন পরিস্থিতি দেখে ‘হতবাক’ বলে মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন,‘ক্ষমতার শান্তিপূর্ণ রূপান্তর গণতন্ত্রের জন্য অপরিহার্য। এটি অব্যাহত রাখতে হবে।’
ওএফ