সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর মোছাফ্ফাহ এলাকায় নিজ কর্মস্থলে ফরহাদ মাসুদ নামে এক যুবক মারা গেছেন। সোমবার (২১জুন) স্থানীয় সময় ভোর ৬টায় তিনি মারা যান।

মাসুদ চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ৪নং ওয়ানডে লালমিয়া শাহ পাড়ার হাজী আজমত আলী বাড়ির আজাদ ফজলুল হকের ছোট ছেলে।

জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় আট মাস আগে এই রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু তার আর ভাগ্য পরিবর্তন করা হলো না। পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন এ রেমিট্যান্স যোদ্ধা। তার মৃত্যুতে প্রবাস ও এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।

এসকেডি