কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৪ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আগামী ২১ ডিসেম্বর কুয়ালালামপুরের সান সো লিন ট্রেন স্টেশনের নিকটে জালান সুংগাই বিসির ম্যাট্রিক শাটল কোর্টে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ নামের এই টুর্নামেন্টে দ্বৈত ৬৪টি দল অংশ নেবে। টুর্নামেন্টে অংশ নিতে পারবেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যেকোনো নারী-পুরুষ খেলোয়াড়। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে দল নিবন্ধন করতে হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দল পাবেন ২ হাজার, ১ হাজার ২শ, ৫শ রিঙ্গিত নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট।
বিজ্ঞাপন
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপুতে মোনাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোবিন ভূঁইয়া এসব তথ্য জানান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোস্তফা ইমরান রাজুর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলী আসগর মিলন, হাফিজুর রহমান লিমন ও জহিরুল ইসলাম হিরন। এসময় আরও উপস্থিত ছিলেন মো. মিজান, শাহজাহান আলম, শেখ আরিফুজ্জামান, শেখ শাকিল, বাপ্পি কুমার দাস ও মো. ইকবাল হোসেন।
বক্তব্যে সাধারণ সম্পাদক আলী আসগর মিলন বলেন, প্রবাসে বাংলাদেশের মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশে প্রবাসীদের নিয়ে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন। আমরা প্রত্যাশা করি, প্রবাসী ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে একটি জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ২১ ডিসেম্বর রোববার ছুটির দিনে মাঠে উপস্থিত থেকে ব্যাডমিন্টন খেলা উপভোগ করতে পারবেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতি প্রবাসীদের বাড়তি আনন্দ দেবে আশা করি।
বিজ্ঞাপন
টুর্নামেন্টে দল নিবন্ধন ও তথ্যের জন্য +৬০১৬২৩৪৭২০১ (মোবিন), +৬০১৯৮০৯০১০৮ (আসগর) ও +৬০১৪২৬৬০০৩৯ (রাজু) নম্বরে যোগাযোগ করতে হবে।
এসএসএইচ