প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার রক্ষায় মালদ্বীপে এক প্রীতি ফুটসাল ম্যাচের আয়োজন করা হয়।

বাংলাদেশ ফোরাম মালদ্বীপ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মালেতে এ ম্যাচের আয়োজন করে।

মালের মহানগর পূর্ব ও মহানগর পশ্চিমে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ খেলায় বেলায়েত হোসেনের নেতৃত্বাধীন মহানগর পশ্চিম দল ৩–১ গোলে বিজয় অর্জন করে। খেলার প্রতিটি মুহূর্তে দলগুলোর আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা তৈরি হয় এবং প্রবাসী দর্শকদের উচ্ছ্বাসে পরিপূর্ণ ছিল পুরো মাঠ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে প্রবাসী জনগোষ্ঠীর শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং অনৈতিক সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা সম্ভব হয়।

তিনি প্রবাসীদের একযোগে নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটার নিবন্ধনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজীর হোসেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. ইসমাঈল হারুন বান্না, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর সবুর, সহকারী অফিস সম্পাদক মিজানুর রহমান ও প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর শিকদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

এমজে