আলোচনা সভা, শিশুদের কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অংশগ্রহণ করেন। 

কাউন্সিল ও দূতালয় প্রধান তন্ময় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোপেনহেগেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এ কে এম শহীদুল করিম, ডেনমার্ক শাখা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএনপি নেতা আরিফ তালুকদার, এনসিপির ডেনমার্ক ডায়াস্পরার আহবায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব সামসুল চৌধুরী, মেহেদী হাসান তালহা, ডেনমার্ক শাখা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জিয়া হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক কৃষিবিদ শেখ বদিউজ্জামান মামুন, মানবাধিকার কর্মী সারোয়ার, রাকিবুল ইসলাম, মশিউর রহমান সোহেল প্রমুখ। 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভলান্টিয়ার স্কোয়াড ডেনমার্কের (ভিএসডি) সভাপতি রাকিবুল ইসলাম আজহারী। পরে শিশু কিশোরদের মধ্যে কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী, দেশাত্মবোধক গান পরিবেশন ও নৈশভোজের আয়োজন করা হয় ।

রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম বলেন, স্বাধীনতা যুদ্ধের বড় উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই। বর্তমান অন্তবর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় এই প্রথমবারের মতো সরকার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করেছে। 

প্রবাসীদের পোস্টাল বিডি আ্যপসের মাধ্যমে ভোটার নিবন্ধনের আহ্বানও জানান তিনি। 

তিনি আরও বলেন, ডেনমার্ক সরকারের সাথে বাংলাদেশের বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ড্যানিশ একটি আন্তর্জাতিক জায়ান্ট কোম্পানির সাথে বাংলাদেশের বন্দর পরিচালনার চুক্তি হয়েছে। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। খুব শিগগিরই আরেকটি কোম্পানির সাথে প্রায় দেড় মিলিয়ন ডলারের বায়ু বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলেও তিনি জানান। 

এনএফ