প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ নারী ভলিবল দল
প্রথমবারের মতো আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল। মালদ্বীপে শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (সিএভিএ) আয়োজিত উইমেন্স সিএভিএ কাপ ২০২৫।
শনিবার (২০ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। এবারের আসরে স্বাগতিক মালদ্বীপসহ বাংলাদেশ, আফগানিস্তান ও কিরগিজস্তানের জাতীয় নারী ভলিবল দল অংশ নিচ্ছে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের স্পোর্টস কমিশনার মোহাম্মদ থোলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সিএভিএর সভাপতি ও মালদ্বীপ ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহামেদ লতীফসহ সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা। আজ মালদ্বীপের সোশ্যাল সেন্টারে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ভলিবল দল।
বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি এই টুর্নামেন্ট অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।
বিজ্ঞাপন
এসএসএইচ