ফ্রাঙ্কফুর্টে ওসমান হাদিকে স্মরণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা
শহীদ শরিফ ওসমান বিন হাদিকে স্মরণ এবং অব্যাহত পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নগরীর সোয়ার্চার লেন ভেগেতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে গেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখ রেখে কথা বলেছেন। তাই তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে হাদির আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়।
বিজ্ঞাপন
এসএসএইচ